বিকৃত ছবি ধরতে ফটোশপে নতুন ফিচার আনলো এডোবি

|

ফটোশপে নতুন ফিচার আনলো এডোবি

ছবিকে সুন্দর ও প্রাণবন্ত করতে অন্যতম জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এডোবি ফটোশপ। প্রতিনিয়ত সফটওয়্যারের সব নতুন আর আধুনিক সংযোজনের ব্যবহারের ফলে মিডিয়ায় এর প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এডোবি ফটোশপের মাধ্যমে অতি সুন্দর ও নিখুঁতভাবে ছবির মান বৃদ্ধি করা যায়। একদিকে যেমন এটি বর্তমান মিডিয়া জগতকে করেছে সমৃদ্ধ আবার অন্যদিকে ক্ষতির অংশও কোনভাবে কম নয়। এটি ব্যবহারের মাধ্যমে অনেকেই বুঝতে পারে না কোনটা আসল বা নকল ছবি। এর ফলে সৃষ্টি হয় নানান গুজব। আর এই গুজব রোধে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছিল এডোবি। এবার তার নিয়ে এসেছে নতুন ফিচার। যার মাধ্যমে আসল এবং নকল এডিট করা ছবি বুঝতে পারবে ব্যবহারকারী।

আজ তারা ফটোশপের এক বেটা ভার্সন রিলিজের ঘোষণা দিলো, যার মাধ্যমে ব্যবহারকারী খুব সহজে বের করতে পারবে কোনটা আসল আর কোনটা নকল ছবি।
ইন্টারনেটে ঘুরে বেড়ানো ছবির সঙ্গে সম্পর্কিত থাকবে এই ছবির সূত্র, অবস্থান লোগো সংক্রান্ত নানা তথ্য। এডোবির সাধারণ পরামর্শক ডানা রাও জানান, আপনার কাছে যদি এমন তথ্য/ছবি থাকে যা আপনি মানুষকে বিশ্বাস করাতে চান তাহলেও মানুষ এই ফিচারটা ব্যবহার করে বুঝতে পারবে আপনার তথ্যটা আসল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply