হেরে ১৭ বছরের পুরোনো স্মৃতি ফেরালো রিয়াল-বার্সা

|

হেরে ১৭ বছরের পুরোনো স্মৃতি ফেরালো রিয়াল-বার্সা

হারের তিক্ত স্বাদ পেয়েছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মেসির দলকে ১-০ গোলে হারিয়েছে গেটাফে। আর লিগে নবাগত কাদিজ সিএফের কাছে একই ব্যবধানে হরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার বিপক্ষে আক্রমনের বিচারে এগিয়ে ছিলো গেটাফে। পুরো ম্যাচে বার্সেলোনা প্রতিপক্ষের গোলে ৭টি শট নিলেও, কাতালান ক্লাবটির ডেরায় ৯ বার আক্রমন করেছে গেটাফে। ম্যাচে ২২ মিনিটে মেসির শট রুখে দেন গোলরক্ষক। আর ৩০ মিনিটে আতোয়ার গ্রিজম্যান গোলরক্ষকের সাথে ওয়ান টু ওয়ান লড়াইয়ে পরাস্থ হলে গোল বঞ্চিত হয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি ইয়ংয়ের ভুলে পেনাল্টি পায় গেটাফে। সুযোগ কাজে লাগিয়ে ৫৬ মিনিটে দলের জয় নিশ্চিত করেন হেইমে মাতা।

এদিকে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে কাদিজের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই অগোছালো ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। ১৬ মিনিটে স্বাগতিকদের বড় ধাক্কা দেয় কাদিজ। হন্ডুরাসের এন্থোনি লোজানোর গোলে এগিয়ে যায় তারা। এরপর চেষ্টা করেও গোলের দেখা পায়নি বেনজেমা ভিনিসিয়াসরা। দ্বিতীয়ার্ধে ৫ পরিবর্তন করে মাঠে নামে জিদান শিষ্যরা। তবে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত মৌসুমের পঞ্চম ম্যাচে পুচকে কাদিজের কাছেই প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply