বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো ১১ লাখ

|

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো ১১ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ১১ লাখ ছাড়ালো প্রাণহানির সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ৬ হাজারের বেশি। বৃহস্পতিবার, রেকর্ড তিন লাখ ৯৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট আক্রান্ত চার কোটির কাছাকাছি।

দৈনিক মৃত্যুতে গেলো তিনদিন ধরেই শীর্ষে যুক্তরাষ্ট্র। আরও ৮৫৫ জন মারা যাওয়ার পর, দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ২২ হাজার ছাড়ালো। নতুন শনাক্তের দিক থেকেও ফের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ১২ হাজার। দিনে ৭ শতাধিক মানুষ মারা গেছে ব্রাজিলেও; দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের ওপর।

এদিকে আর্জেন্টিনা, মেক্সিকো ও ইরানেও বেড়েছে করোনায় প্রাণহানি। ফ্রান্সে রেকর্ড ৩১ হাজারের মতো নতুন সংক্রমণ শনাক্ত হলো। এছাড়া দেশটির ৯ শহরে বুধবারই জারি করা হয় রাত্রিকালীন কারফিউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply