এ বছর হচ্ছে না বিপিএল

|

করোনার কারণে এক রাউন্ড শেষেই থেমে গিয়েছিল দেশসেরা আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রেসিডেন্ট কাপ উদ্বোধন শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, এরপর হবে করপোরেট লিগ। দুটি আসর সফল হলেই হবে ডিপিএলের বাকিটুকু। সেইসাথে এবছর বিপিএল হচ্ছে না নিশ্চিত করে বিসিবি বস জানিয়েছেন কর্পোরেট লিগের ৫ দল বানিয়ে দিবে নির্বাচকরা। আর বিদেশি ক্রিকেটার প্রসঙ্গে চুড়ান্ত সিদ্ধান্তটি আসবে ২/১দিনের মাঝেই। আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

করোনাকালে টুর্নামেন্ট আয়োজন বড় এক চ্যালেঞ্জ। এরই মাঝে নভেম্বরের শুরুতে মাঠে গড়াচ্ছে কর্পোরেট লিগ। বিদেশি ক্রিকেটারের প্রসঙ্গটুকু বাদে আসরের সব কিছুই চূড়ান্ত।

এই দুই টুর্নামেন্ট সফল হলে পরিকল্পনায় আছে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের। ১২ দলকে জৈব নিরাপত্তা বলয়ে রেখে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব বলেও মানছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে হচ্ছে না বিপিএল। বছরের শুরুতে বিশেষ বিপিএল হলেও, নতুন আসরের জন্য অপেক্ষা করতে হচ্ছে নতুন বছর পর্যন্ত।

বিপিএলের আগামী আসরে নতুন করে চুক্তি করতে হবে ফ্রাঞ্জাইজিদের সাথে। তবে সময় পাওয়া গেলে এসব কোন সমস্যা হবে না দাবি বোর্ড সভাপতির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply