ধর্ষণের প্রতিবাদে শাহবাগে মহাসমাবেশ চলছে

|

সারাদেশে অব্যাহত ধর্ষণের শাস্তির দাবিতে শাহবাগে মহাসমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। বিকাল পৌনে ৪ টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এই মহাসমাবেশ শুরু হয়।

প্রগতিশীল ছাত্রজোটের বেশকটি সংগঠন মিছিল নিয়ে সমাবেশে যুক্ত হয়। এরপর উদিচী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি, পথনাটকের মাধ্যমেও সমাবেশ থেকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয়। সমাবেশ থেকে ধর্ষকদের দলীয়ভাবে আশ্রয় প্রশ্রয় না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ দাবি করে তার পদত্যাগ চান আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, সরকার শুধু ক্ষমতায় টিকে থাকতে মরিয়া ধর্ষকদের বিচার করার সময় তাদের নাই। তারা বলছেন দিন শেষ, তাই সব অন্যায়ের জবাব সরকারকে দিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply