রাঙামাটিতে প্রগতিশীল ছাত্র জোটের মানববন্ধন

|

রাঙামাটি প্রতিনিধি:

পাহাড় ও সমতলে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রগতিশীল ছাত্র জোটের উদ্যোগে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি নিউটন চাকমা, তাহমিনা আক্তার।

আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের রাঙামাটি কলেজ শাখার আহ্বায়ক সুজন তংঞ্চঙ্গা, সবিনয় চাকমা, রাঙাামাটি সিপিবি জেলা সংসদের সভাপতি অনুপম বড়–য়া শংকর, সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। পাহাড় ও সমতলে কোথাও নারী-শিশুরা নিরাপদ নয়। বিচারহীনতা সাংস্কৃতির কারণে ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে।

তারা বলেন- আইন প্রণয়ন নয়, আইন প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে। নারী-শিশু ও ধর্ষণ-নিপীড়নের বিচারকার্যগুলো দ্রুত শেষ করে রায়ের বাস্তবায়ন করা গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply