ট্রাম্পের চিকিৎসায় ব্যবহারের পর করোনা চিকিৎসায় চাহিদা বেড়েছে রিজেনেরনের ওষুধের

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ব্যবহারের পর করোনাভাইরাসের প্রতিকারে চাহিদা বেড়েছে রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের ওষুধের। তবে অ্যান্টিবডি-ভিত্তিক এ ওষুধ এখনও কোভিড নাইনটিনের সুনির্দিষ্ট ওষুধ হিসেবে ছাড়পত্র পায়নি।

এ অবস্থায় ওষুধটির গুণাগুণ যাচাইয়ে আরও গবেষণা চান স্বাস্থ্যবিদরা। ট্রাম্পের চিকিৎসকের দেয়া তথ্য অনুযায়ী, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে করা পরীক্ষায় ট্রাম্পের রক্তে সংক্রমণ-বিরোধী অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।

রিজেনেরন মুখপাত্রের দাবি, করোনায় আক্রান্ত হওয়ার পর গৃহীত চিকিৎসার মাধ্যমেই এই অ্যান্টিবডি তৈরি হয়েছে প্রেসিডেন্টের শরীরে। বিস্তর গবেষণার জন্য মার্কিন ওষুধ ও খাদ্য প্রশাসনের দ্বারস্থ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক তথ্যে ওষুধটি সম্ভাবনাময় বলে ধারণা করা হচ্ছে। যদিও স্বাস্থ্যবিদরা বলছেন, আগেই প্রেসিডেন্টের মুখে ওষুধটির প্রশংসা চাপে ফেলতে পারে ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply