রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে ঢেলে সাজাতে চায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

|

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে ঢেলে সাজাতে চায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি। এরজন্য নেয়া হয়েছে বিভিন্ন সংস্কারমুখী উদ্যোগ। পুনর্গঠনের উদ্দেশ্যে নিয়োগ দেয়া হচ্ছে পরামর্শক প্রতিষ্ঠান।

বিশ্লেষকরা বলছেন, আইসিবিকে গতিশীল করতে শুধু ভর্তূকি দিলেই হবে না, নজরদারির আওতায় আনতে হবে প্রতিষ্ঠানটির বিনিয়োগকেও। বাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে প্রতিষ্ঠানটিকে।

পুঁজিবাজার স্থিতিশীল রাখতে, ১৯৭৬ সালে যাত্রা শুরু করে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবি। কিন্তু গেল কয়েক বছর ধরে, প্রতিষ্ঠানটি ধারাবাহিক লোকসান দিয়ে আসছে। হারিয়েছে মূলধনও। ঋণের অর্থ আদায় করতে না পারায় আর্থিক অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ছে। যদিও এ ধরনের ঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, বিশ্লেষকরা।

আইসিবির পোর্টফোলিওর মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। মূলধন সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার ভর্তুকি দেয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এমন প্রেক্ষাপটে সংস্কারের উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

বাজারের স্বার্থে সংস্কারমুখী এসব উদ্যোগে দ্রুত বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বিনিয়োগকারীরা। বিনিয়োগ কৌশল, পোর্টফোলিওর ঝুঁকি বিশ্লেষণ, ঋণ কার্যক্রম পর্যালোচনা করতে আইসিবিতে নিয়োগ দেওয়া হচ্ছে পরামর্শক প্রতিষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply