মেন্টাল হেলথ এফেকটেড হচ্ছে বলেই ভায়োলেন্স বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

করোনার কারণে মানুষ দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে মেন্টাল হেলথ এফেকটেড হচ্ছে আর এর ফলেই সম্প্রতি বিভিন্ন রকমের ভায়োলেন্স মারাত্মক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘করোনার দ্বিতীয় ঢেউ’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমি মনে করি এবং বিশেষজ্ঞরাও বলে থাকেন সম্প্রতি বিভিন্ন রকমের ভায়োলেন্সের কারণ হচ্ছে আমাদের মেন্টাল হেলথ যেটা আছে সেটা এফেকটেড হচ্ছে। করোনার কারণে মানুষ বাইরে কম বের হয় ফলে মেন্টাল প্রেশার বেশি পরে। অনেকের কাজ কর্ম কম হচ্ছে। যার ফলে একটা ভায়োলেন্সের সম্ভাবনা দেখা দেয়।

এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাসের ফার্স্ট ওয়েভ কখন শেষ হবে, আর সেকেন্ড ওয়েভ কখন শুরু হবে-সবই অজানা, অনিশ্চিত, তবে প্রস্তুতি আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply