নীল নদের একাংশের ওপর বিমান চলাচল নিষিদ্ধ করলো ইথিওপিয়া

|

নীল নদের একাংশের ওপর থেকে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করলো ইথিওপিয়া। বিতর্কিত গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম নির্মাণের জায়গায় এ নিষেধাজ্ঞার জবাবে, ইথিওপিয়ার আর্থিক সহযোগিতা কমানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, দেশের স্বাভাবিক নিয়মেই যেকোনো মেগা প্রজেক্টের ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞার অংশ এ পদক্ষেপ। ৪৮০ কোটি ডলারের বাঁধটিতে ১২ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের। আফ্রিকার সর্ববৃহৎ এ পানিবিদ্যুৎ প্রকল্পের সুবিধা পাবে সাড়ে ৬ কোটি ইথিওপিয়ান। ইথিওপিয়া হয়ে নীল নদের পানি মিসর ও সুদানে প্রবেশ করে বলে বাঁধটি নির্মাণ নিয়ে তিক্ততা চলছে প্রতিবেশি দেশ তিনটির মধ্যে। প্রকল্প বাধাগ্রস্ত করার শঙ্কায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে গেলো সপ্তাহেই ঘোষণা দেয় ইথিওপিয়ান বিমান বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply