প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিবন্ধী নারীর কন্যা সন্তানের দায়িত্ব নিলো জেলা প্রশাসন

|

ঝিনাইদহে প্রতিবন্ধী এক নারী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তান। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুটির দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

গত কয়েকদিন ধরেই এলাকার দিনমজুর আমজাদ ও তার পরিবার মেয়েটির দেখাশোনা করছিল। এ বিষয়ে আমজাদ জানান, কিছু বলতে ও শুনতে পারে না প্রতিবন্ধী মেয়েটি। অন্তসত্ত্বা দেখে তাকে বাড়িতে আশ্রয় দেন তারা।

শুক্রবার প্রসব বেদনা উঠলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কন্যা সন্তান জন্ম দেন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তার দায়িত্ব নেয় জেলা প্রশাসন।

প্রাথমিকভাবে ওই নারীকে আশ্রয়দানকারী আমজাদ হোসেনের হাতে ১০ হাজার টাকা তুলে দেয়া হয়। পরবর্তীতে শিশুটির যাবতীয় খরচ প্রশাসন বহন করবে বলেও জানান জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply