জলাবদ্ধতা নিরসনের দাবিতে যশোরে ব্যতিক্রমী মানববন্ধন

|

যশোরের তিন উপজেলায় ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে নেমে ব্যতিক্রমী মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।

সোমবার সকালে ভবদহ পানি নিষ্কাষণ সংগ্রাম কমিটির উদ্যোগে মনিরামপুরের মশিয়াহাটি স্কুল মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন জলাবদ্ধ এলাকার কয়েকশো মানুষ। এসময় নেতৃবৃন্দ বলেন, জোয়ারের সঙ্গে আসা পলিতে অনেকটাই ভরাট হয়ে গেছে পানি নিষ্কাষণের একমাত্র মাধ্যম শ্রীহরী ও টেকা নদী। ফলে প্রতিবছর ভবদহে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রায় ১০ লাখ মানুষের গলার কাঁটা এখন ভবদহের জলাবদ্ধতা। সমন্বিত প্রকল্পের মাধ্যমে শিগগিরই জোয়ারাধার প্রকল্প চালুর দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply