ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

সারাদেশে পাহাড়ে ও সমতলে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরের চৌরাস্তায় নারী যোগাযোগ কেন্দ্র ও মানব কল্যাণ পরিষদ নামে দু’টি সংগঠন এ কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সংগঠনটির কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য ঘটনা বেড়েই চলছে। সম্প্রতি সাভারে নীলা রায় হত্যা, সিলেটে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে দলবদ্ধ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে।

বক্তারা আরও বলেন, অতীতে এই ধরণের ঘটনা আরও অনেক ঘটেছে এবং এর সাথে জড়িত অপরাধীরা রাজনৈতিক দল ও বিত্তবান হওয়ায় আইনের ফাঁকফোকড় দিয়ে বের হয়ে মামলা ধামাচাপা দিয়েছে। তাই এ ধরণের অপরাধীরা যেন কোন ভাবেই ছাড়া না পায় সেজন্য তাদের দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply