জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু গুরুত্বসহকারে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী: ফখরুল

|

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে ও দেশর বাইরে সকলের আস্থা ও গ্রহণযোগ্যতার সংকটের কারণেই রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের নির্লজ্জ নতজানু অবস্থান।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক চক্রান্তের অংশ। দ্রুত সমাধান না হলে দেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। মিয়ানমারের সেনাসমাবেশ রোহিঙ্গা গণহত্যা বিচারের প্রতি মিয়ানমারের আইন অবমাননার চূড়ান্ত বহিঃপ্রকাশ ও বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের তৎপরতা সংকট বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিক ফলাফল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply