ক্যাসিনোকাণ্ডে এনু-রুপনসহ আদালতে ১১ আসামির অভিযোগপত্র গ্রহণ

|

ক্যাসিনো কাণ্ডে দুই ভাই এনু রুপনসহ ১১ আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মানি লন্ডারিং আইনে করা তিন মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত এ অভিযোগ আমলে নেন। এসময় তিন মামলায় পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১, ২২ ও ২৫ অক্টোবর ঠিক করেন বিচারক।

এর আগে এনু রূপনসহ ৬ আসামির জামিনে আবেদন জানায় তাদের আইনজীবীরা। এসময় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রূপন ভূঁইয়াদের পুরান ঢাকার বানিয়ানগরের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের নামে ছয়টি মামলা হয়। গত ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগীসহ গ্রেফতার হন এনু-রূপন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply