সরকারের বেঁধে দেয়া দামে চাল বিক্রি, তদারকির জন্য জেলা প্রশাসকদের চিঠি

|

সরকারের বেঁধে দেয়া দামে মিলাররা চাল বিক্রি করছে কিনা তা তদারকির জন্য জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বেশি দামে চাল বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। দুপুরে বিয়াম মিলানায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, অযথা চালের দাম বাড়ালে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেবে। মিলাররা ধাপে ধাপে চালের দাম বাড়ানোর চেষ্টা করেছে বলে জানান সাধন চন্দ্র মজুমদার। তবে সরকারের পদক্ষেপে তা থামানো গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply