বাড়ি নির্মাণে চাঁদা দাবি, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

|

নির্মাণাধীন বাড়ির কাজে বাধা দেয়াসহ ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৭ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিরুলিয়ার কাকাবো এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি সম্প্রতি তার ৩ তলা বাড়িতে ৪র্থ তলার নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শুরুর পর থেকেই বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও তার লোকজন ওই নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং ১ লাখ টাকা আদায়ও করে নেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। পরে ওই বাড়ির মালিক সাভার মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ গেল রাতে বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply