হত্যার দায় স্বীকার করে আসামিদের জবানবন্দি, মৃত দীলিপ হাজির আদালতে!

|

২০১৯ সালের ২১ এপ্রিল চট্টগ্রামের হালিশহরে খুন হন অজ্ঞাতনামা এক ব্যক্তি। কিন্তু লাশটি চিহ্নিত করতে ব্যর্থ হয় পুলিশ, মামলা হয় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। এরপর দুর্জয় ও জীবন চক্রবর্তী নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর ১৬৪ ধারায় দীলিপ নামে একজনকে পুড়িয়ে হত্যা করার নিখুঁত বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয় গ্রেফতারকৃত জীবন চক্রবর্তী। কিন্তু রহস্য তৈরি হয় নিহত এই দীলিপ আদালতে হাজির হয়ে তার জীবিত থাকার প্রমাণ দিলে।

এরইমধ্যে আসামি দুর্জয় হাইকোর্টে আসেন জামিন চাইতে। এসময় মামলার নথি দেখে নড়েচরে বসে উচ্চ আদালত। এরপরই  কেন আসামিরা মিথ্যা জবানবন্দি দিলো সে রহস্য জানতে তদন্ত কর্মকর্তা, জীবিত ফিরে আসা দিলীপ ও আসামিদের হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে, ফিরে আসা দীলিপকে নিজ জিম্মায় ছেড়ে দেন ম্যাজিস্ট্রেট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, মৃত দীলিপ আদালতে উপস্থিত হয়ে তার জীবিত থাকার কথা জানালে ম্যাজিস্ট্রেট তাকে নিজ জিম্মায় প্রদান করেন।

আগামী ২২ অক্টোবর তাদের সবাইকে সমস্ত নথি’সহ হাইকোর্টে হাজির হতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply