ইরাকের মার্কিন দূতাবাস বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

|

ইরাকের মার্কিন দূতাবাস বন্ধের হুমকি দিলো যুক্তরাষ্ট্র। বাগদাদে দূতাবাস এলাকায় রকেট হামলা এবং ইরানের মদদপুষ্ট যোদ্ধাদের আক্রমণ অব্যাহত থাকায় ইরাকের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে সতর্কও করেছে ট্রাম্প প্রশাসন।

সোমবার বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলায় পাঁচ বেসামরিক ইরাকি নিহতের পর আসে এ হুঁশিয়ারি। বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে ছোঁড়া রকেটটি ভুলবশত একটি আবাসিক স্থাপনার ওপর পড়ে। হামলার দায়স্বীকার করেনি কোনো গোষ্ঠী। হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট। গেলো অক্টোবর থেকে জুলাই পর্যন্ত ১০ মাসে বাগদাদে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৩৯টি হামলা হয়েছে। ইরাকে কর্মরত মার্কিন সেনা ও সংশ্লিষ্টদের স্বার্থরক্ষা এবং হামলা বন্ধে, বাগদাদ জোরদার পদক্ষেপ না নিলে ৩ হাজার সেনা প্রত্যাহারেরও হুমকি দেয় ওয়াশিংটন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply