কুড়িগ্রামে ৫ম দফা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম ৫ম দফা বন্যা পরিস্থিতি অপরির্বতিত রয়েছে। পানি কমতে শুরু করলেও এখনো ধরলা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে জেলার ৫টি উপজেলার ১২০টি চরের নিম্নাঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চলতি টানা ৫ম দিনের মতো বন্যার পানি অবস্থান করায় বন্যা দুর্গতদের মধ্যে নিরাপদ পানি, শুকনো খাবার, গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, চলতি বন্যায় ১৬ হাজার ৭৭৯ হেক্টর ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। এরমধ্যে রোপা আমন ১৫ হাজার ৬৯৭ হেক্টর, মাসকালাই ৬৫৪ হেক্টর, শাকসবজি ৩৫০ হেক্টর এবং চিনা বাদাম ৮০ হেক্টর। বানভাসীদের মধ্যে সরকারি বেসরকারি ভাবে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply