চকরিয়ায় ভাই-বোনকে জবাই ও হাত কেটে হত্যা চেষ্টা

|

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় রাজু আক্তার (১১) ও রিয়াজ উদ্দীন (৭) নামের দুই শিশু ভাই-বোনকে হাতের কব্জি কেটে ও জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে। তারা ওই এলাকার আব্দু ছবির সন্তান।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলীর ঘাটি রাস্তার মাথা নামক এলাকার বনাঞ্চলের ভেতরে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের পিতা একজন দিনমজুর ও মাতা বন নার্সারির মালী হিসেবে কাজ করে। আক্রান্ত শিশুদের পিতার সাথে জমি-জমা নিয়ে সম্প্রতি সময় থেকে স্থানীয় একটি প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিলো। তারা ধারনা করেছেন তাদের পিতা-মাতা বাড়ির বাহিরে থাকার সুযোগে, জমি বিরোধকে কেন্দ্র করে হামলাকারী দুর্বৃত্তরা অবুঝ দুই শিশুকে বাড়ির পার্শ্ববর্তী চলাচল সড়কে একা পেয়ে গলা ও কব্জি কেটে নির্মমভাবে হত্যার চেষ্টা করে।

দুই শিশুর গলায়, পিঠে ও হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতের গুরুতর জখম রয়েছে। আহত শিশু রিয়াজ পালিয়ে চলাচল রাস্তায় চলে আসলে খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন শিশুদের পিতা আব্দু ছবি ও মাতা মিনু আরা বেগম। বর্তমানে আহত দুই শিশু মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের মোহাম্মদ যুবাইর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার শিকার পরিবারের অভিযোগ পেলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply