হবিগঞ্জে দেড় কোটি মূল্যের মন্দিরের জায়গা উদ্ধার, সংস্কার কাজ উদ্বোধন

|

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হওয়া প্রায় সাড়ে ৫ একর জমিতে শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়ার সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

বানিয়াচংয়ের ইকরাম গ্রামে আখড়া প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সংস্কার কাজের ভিত্তি স্থাপন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংঙ্খ শুভ্র রায়, আলেয়া-জাহির কলেজের অধ্যক্ষ প্রার্থ প্রীতম দাশ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার রায় সুজন, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম প্রমূখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার জেলার কোথাও মন্দিরের জায়গা কেউ দখল করে থাকলে তা স্বেচ্ছায় ছেড়ে দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন কমিটি নেতৃত্ব আখড়ার জায়গা উদ্ধার করে দেয়ায় পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, প্রভাবশালী অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার হওয়া সাড়ে ৫ একর জমির মূল্য প্রায় দেড় কোটি টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply