আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পরপর ২টি ককটেল বিস্ফোরণ

|

সাভার প্রতিনিধি:

সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় অল্পের জন্য সাংবাদিকরা প্রাণে বাঁচলেও এমন কাণ্ডে হতবিহ্বল তারা।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রোববার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা আরও জানান, রাত ৮টা ১০ মিনিটে হঠাৎ প্রেসক্লাব চত্বরে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা ঘটনার কারণ জানতে চেষ্টা করেন।

প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকার সময় টিভির সাংবাদিক মোজাফফর হোসেন জয়ের ব্যক্তিগত গাড়ির নিচে আবারো একটি বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এ সময় হতবিহ্বল সাংবাদিকরা বলেন, আজ অল্পের জন্য বেঁচে গেছি আমরা। হয়তো ককটেলে থাকা বিস্ফোরক পদার্থ বিঁধে আমরা হতাহত হতে পারতাম। তাই সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply