নারী নির্যাতনকারীদের শাস্তি চাইল বান্দরবানবাসী

|

বান্দরবান প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন, বিএনকেএস , পার্বত্য চট্টগ্রাম উইম্যান রিসোর্স নেটওয়ার্ক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বান্দরবানের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী ডনাই প্রু নেলী, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, এডভোকেট সারা সুদীপা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের নেত্রী উহ্লায়ি মারমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply