ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাড়ে তিন হাজার মার্কিন কোম্পানির মামলা

|

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাড়ে তিন হাজার মার্কিন কোম্পানির মামলা

চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে প্রায় সাড়ে তিন হাজার মার্কিন কোম্পানি। অভিযোগ দু’দেশের বাণিজ্যযুদ্ধের খেসারত হিসেবে গচ্চা দিতে হচ্ছে কোটি কোটি ডলার।

টেলসা, ফোর্ড মোটর কিংবা ওয়ালগ্রিনের মতো শীর্ষ কোম্পানিগুলো আছে এ তালিকায়। শুল্ক নীতি পরিবর্তনে সরকারের কাছে দাবি জানান তারা।

মামলার নথিতে উল্লেখ করা হয়, চীন থেকে পণ্য ক্রয়ে বাড়তি ব্যয় করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। দফায় দফায় শুল্কের পরিমাণ বৃদ্ধিতে কাঁচামাল আমদানির খরচ বেড়ে গেছে বহুগুণ। তাই বাণিজ্যযুদ্ধের বলি হচ্ছে মার্কিন কোম্পানিগুলোও।

২০১৮ সালে চীনা পণ্যে বড় অংকের শুল্কারোপের মধ্য দিয়ে শুরু হয় দু’দেশের বাণিজ্যযুদ্ধ। পরে দফায় দফায় আরোপ হয় নতুন শুল্ক। ৩শ’ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি বহির্ভূত, গত সপ্তাহে সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply