তৃতীয় দিনের মতো টিকিটের জন্য ভিড় করছেন সৌদি প্রবাসীরা

|

তৃতীয় দিনের মতো টিকিজের জন্য ভিড় করছেন সৌদি প্রবাসীরা

সৌদি আরবের টিকিট বিতরণ কার্যক্রমের তৃতীয় দিনেও বিশৃঙ্খলা কাটেনি। ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে জড়ো হন প্রবাসীরা।

টোকেনধারী যাদের টিকিট দেয়া হবে তা আগেভাগে জানানো হলেও জড়ো হন অনেকে। সকালে এক পর্যায়ে রাস্তায় অবরোধ করেন তারা। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। স্বাভাবিক হয় যান চলাচল।

টিকিট প্রত্যাশীদের অভিযোগ, সঠিক কোন নির্দেশনা না থাকায় টিকিট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়তি অর্থ আদায়ের অভিযোগও করেন অনেকে।

কর্তৃপক্ষ জানায়, যাদের ১৬ থেকে ২০ মার্চের রিটার্ন টিকিট কাটা ছিলো আজ তাদের টিকিট দেয়া হচ্ছে। এদিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা করবেন ২৫০ জন যাত্রী। তবে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে ভোগান্তি পোহাতে হয়নি বলে জানান প্রবাসীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply