উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজারে

|

উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজারে। রাজধানীর বাজারে শিমের দর ২শ টাকা ছুঁইছুই। সেঞ্চুরি হাকিয়েছে টমেটো। ৫০ টাকার নিচে নেই ফুলকপি ও বাধাকপি। ব্যবসায়ীরা বলছেন, গত সেপ্টেম্বরের তুলনায় সবজির সরবরাহ অর্ধেকে নেমেছে।

উত্তরাঞ্চলের পাইকাররা বলছেন, বন্যা ও বৃষ্টির প্রভাব রয়েছে বাজারে। পাইকারী পর্যায়ে কাচামরিচের দর এখনও ১৪০ টাকা। করল্লা, মুখির দরও ৪৫ টাকার ঘরে। তবে আলুর ফল ভালো হলেও, বাজারে এর প্রভাব নেই। রাজধানীর বাজারে প্রতি কেজি আলুর দর উঠেছে, ৩৫ থেকে ৪০ টাকা।

বিক্রেতাদের দাবি, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরো অন্তত ২ মাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply