মার্কিন নির্বাচনে নজরদারি: প্রায় তিনশ ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেয়া হয়েছে

|

মার্কিন নির্বাচনে নজরদারির অভিযোগে প্রায় তিনশো ফেসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্টসহ বেশ কিছু পেইজ এবং গ্রুপ মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

বলা হয়, এসব অ্যাকাউন্ট রাশিয়ার গোয়েন্দা বিভাগের সাথে সম্পৃক্ততা রয়েছে। ফেসবুকের দাবি, যুক্তরাষ্ট্রে আড়ি পাতার পাশাপাশি এইসব অ্যাকাউন্ট গুলো টার্গেট করছিলো সিরিয়া, ইউক্রেন, তুরস্ক, জাপান এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ব্যবহার কারীদের। ২০১৬ সালের মার্কিন নির্বাচনেও রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়। এর আগে ভ্যাকসিন তৈরির গবেষণার তথ্য চুরির অভিযোগ আনা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply