চার বগি লাইনচ্যুত, ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

|

নারায়ণগঞ্জে ঢাকা থেকে আসা যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোন যাত্রী হতাহত হননি। বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের দুই নম্বর রেলক্রসিং অতিক্রম করার পর এই দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনলাইন সচল করতে ঢাকা থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশে দীর্ঘ প্রায় ছয় মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় রেললাইন ও ট্রেনের বগিগুলোতে ত্রুটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

দুর্ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে স্টেশন মাস্টার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। বগিগুলো দ্রুত সচল করার জন্য ইতিমধ্যে রেলওয়ের উদ্ধারকারী দল ঢাকা থেকে রওনা হয়েছেন। সন্ধ্যা নাগাদ এই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply