লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত

|

লালমনিরহাট প্রতিনিধি
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল ৯টা থেকে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

তিস্তা ব্যারাজ কন্টোল রুম সূত্র জানায়, গতকাল বুধবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে।

পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬ টা ও ৯টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা,কালীগঞ্জ,আদিতমারী ও সদর উপজেলার নদীতীরবর্তী ২০টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসন পানিবন্ধির সঠিক তথ্য দিতে না পারলেও জেলা প্রশাসক আবু জাফর জানান, পানিবন্ধি মানুষজনের জন্য ১১৫ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। পানিবন্ধি মানুষজনের তালিকা প্রস্তুতের কাজ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply