বিক্ষুব্ধ সৌদি প্রবাসীদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

|

প্রবাসী কল্যাণ ও ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফাইল ছবি।

সংকট নিরসনে বিক্ষুব্ধ সৌদি প্রবাসীদের কাছে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। দেশের সুনাম নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে প্রবাসী শ্রমিকদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

সৌদি প্রবাসীদের ছয় প্রতিনিধির সঙ্গে বুধবার দুপুরের দিকে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

এর আগে, কর্মক্ষেত্রে ফিরে যাবার দাবিতে কারওয়ান বাজারে সকাল থেকেই বিক্ষোভ করেন সৌদি প্রবাসী শ্রমিকরা। অনেকের ছিলো রিটার্ন টিকেটের সমস্যা, অনেকের আবার ভিসার মেয়াদ নিয়ে জটিলতা।
বেলা ১১টার দিকে ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন তারা।

শান্তিপূর্ণ অবস্থানের পর শ্রমিকদের প্রতিনিধি দল দেখা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে। জানান তাদের অসুবিধার কথা।

জবাবে মন্ত্রী বলেন, এককভাবে বাংলাদেশের পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সমস্যা সমাধানে জানানো হয়েছে সৌদি সরকারকে।

যেকোনো কার্যক্রমের আগে দেশের সুনামের বিষয়টি মাথায় রাখতে আন্দোলনরতদের প্রতি আহবানও জানান মন্ত্রী।

এদিকে, একই সময়ে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, শ্রমিকরা ধৈর্য্য ধারণ না করলে ভিসার বাতিল করতে পারে সৌদি সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply