চকবাজারে চুড়ির দোকানের আগুন নিয়ন্ত্রণে

|

রাজধানীর চকবাজারে চুড়ির দোকানের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজার আমানিয়া হোটেলের পাশে ৫তলা ভবনের নিচ তলায় চুড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে স্থানীয় আমানিয়া হোটেলের পাশে ১ নম্বর বড় কাটরা গলিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি চুড়ির দোকান থেকে প্রথমে ধোয়া বের হয়। এরপর আশপাশের আরও কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। সরু গলি হওয়ায় আগুন নেভাতে ভোগান্তিতে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে রাত ১২টার দিকে তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। সরু গলির ভেতরে পাঁচতলা ভবনের নিচতলার কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়লেও আশপাশে যাতে ছড়াতে না পারে, ফায়ার সার্ভিস কর্মীরা সে চেষ্টা করেছেন। রাত পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা গলিতে রাসায়নিকের গুদামে লাগা ভয়াবহ আগুনে অন্তত ৭১ জন প্রাণ হারান। ওই ট্র্যাজেডির পর ওই এলাকায় আগুন লাগলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে লাগা আগুনের খবরেও আশপাশের ভবনগুলোর বাসিন্দারা আতঙ্কে নিচে নেমে আসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply