রাজধানীতে চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ

|

রাজধানীর বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। পাইকারী আড়তে ভারতীয় পেঁয়াজের কেজি ৬০ টাকা হলেও খুচরায় বিক্রি হচ্ছে আরও বেশি দামে।

মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে, কারওয়ানবাজারের পাইকারী আড়তে এখন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে দেশি জাতের পেঁয়াজ। তবে হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি ৭৫ টাকা। বাজারভেদে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

আমদানি করা পেঁয়াজের মজুদ কমে এসেছে। কিন্তু দেশি পেঁয়াজের সরবরাহের কোনো কমতি নেই। শেষ মুহূর্তের হালি পেঁয়াজের চালান আসছে পাবনা, ফরিদপুর থেকে।

তবে বাজারে ক্রেতা উপস্থিতি কম। তাদের অভিযোগ, সুযোগ বুঝে বাড়তি মুনাফা হাতিয়ে নিচ্ছে সব পর্যায়ের ব্যবসায়ীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply