হাটহাজারী মাদরাসা পরিচালনায় নতুন কমিটি

|

আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার আপাতত একক কোনো মহাপরিচালক নিযুক্ত করা হবে না। এর পরিবর্তে তিনজনের একটি পরিচালনা কমিটি করা হয়েছে।

শনিবার আল্লামা শফীর জানাজার পর মাদরাসার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে মাদরাসা পরিচালনার জন্য তিনজনকে নির্বাচন করা হয়েছে।

এ তিনজন হলেন, পরিচালনা কমিটির প্রধান মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী হাফিজাহুল্লাহু, আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ ও আল্লামা ইয়াহইয়া সাহেব হাফিজাহুল্লাহ।

এছাড়া মাওলানা জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সহকারী শিক্ষা সচিব হিসবে নিয়োগ দেয়া হয়েছে আল্লামা হাফেজ শোয়াইব সাহেব হাফিজাহুল্লাহুকে।

সূত্র জানায়, তিন সদস্য বিশিষ্ট এ কমিটি এখন থেকে হাটহাজারী মাদরাসার সব কাজের সুরাহা করবেন। তাদের সবার সমান অধিকার থাকবে। তাদের মধ্য থেকে কেউ একজন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ ৩৪ বছরের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে লাখো মুসুল্লির উপস্থিতিতে জানাজা শেষে মাদরাসা বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারাতুল জামিয়া’ নামক কবরস্থানে দাফন করা হয় আল্লামা শফীকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply