পোল্যান্ড-লিথুনিয়ার সাথে বেলারুশের সীমান্ত বন্ধ ঘোষণা

|

টানা বিক্ষোভের মধ্যে পোল্যান্ড-লিথুনিয়ার সাথে সীমান্ত বন্ধ ঘোষণা করলো বেলারুশ। একই সাথে নিজেদের ভূখন্ড রক্ষায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমাদের ইন্ধনেই চলছে টানা বিক্ষোভ। তাই নিরাপত্তা ইস্যুতে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে ইউক্রেন সীমান্তে বাড়ানো হয়েছে সেনা সদস্য। লুকাশেঙ্কো বলনে, দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক এমনটা চাই না। গেলো ৯ আগস্টের নির্বাচনে টানা ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কোকে বিজয়ী ঘোষণার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশব্যাপি। বিরোধীদের অভিযোগ, এ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন লুকাশেঙ্কো।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেন, কোন ভাবেই চাই না দেশ যুদ্ধে জড়াক। বড়ং উত্তেজনা বাড়লে কোন ভাবেই সমাধান সম্ভব হবে না। তাই শহর থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। আশা করবো প্রতিবেশিরা তাদের আক্রশমূলক রাজনীতি বন্ধ করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply