ভিন্ন ম্যাচে টটেনহ্যাম ও এসি মিলানের জয়

|

প্রত্যাশিত জয় পেয়েছে টটেনহ্যাম হটসপার ও এসি মিলান। টটেনহ্যাম ২-১ গোলে হারিয়েছে বেলারুশের ক্লাব লোকোমোটিভ প্লাভদিপকে। আর এসি মিলান ২-০ গোলের জয় পেয়েছে আইরিশ ক্লাব শ্যামরক রোভার্সের বিপক্ষে।

লোকোমোটিভ প্লাভদিপের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিলো টটেনহ্যামের। কিন্তু কাঙ্খিত গোল পাচ্ছিলো না মরিনিয়োর দল। উল্টো ৭১ মিনিটে জর্জি মিনচেভের গোলে এগিয়ে যায় লোকোমোটিভ। তবে ৭৮ মিনিটে ডেনিস আলমেইডা আর বিয়ারসেন্ট কারাগারেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় লোকোমোটিভ। সুযোগ কাজে লাগায় টটেনহ্যাম। ৮০ মিনিটে হ্যারি কেইন আর এনডোমবেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্সরা।

আরেক ম্যাচে শ্যামরক রোভার্সের বিপক্ষে এসি মিলান এগিয়ে যায় প্রথমার্ধেই। ২৩ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে লিড নেয় মিলান। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ৬৭ মিলিটে টার্কিশ প্লেমেকার হাকান চানালুলুর স্কোর শিটে নাম তুললে ২-০’র জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply