নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে আখচাষিদের মানববন্ধন

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ করাসহ আখ মাড়াই, আখের ন্যায্য মূল্য ও চিনিকল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতি।

বৃহস্পতিবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আখচাষি নেতা কার্তিক চন্দ্র প্রামাণিকসহ অন্যান্যরা।

বক্তারা অনতিবিলম্বে আখ চাষিদের পাওনা টাকা পরিশোধের জন্য নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এছাড়া আখের ন্যায্য মূল্য ও মিল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ৬ দফা দাবি নামা মিলের ব্যবস্থাপনা পরিচালকের নিকট হস্তান্তর করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply