লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

|

গত শনিবার ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে খেলার সময় লাল কার্ড পায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এবার তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ।

ওই ম্যাচে মার্শেই ডিফেন্ডারকে মাথার পেছনে চড় মারেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

যদিও ম্যাচ শেষে নেইমার আলভারোর বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তোলেন। আলভারো অবশ্য নেইমারের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করছে তারা।

ঘটনা বহুল ম্যাচটিতে নেইমারসহ মোট ৫ ফুটবলার লাল কার্ড দেখেন। এছাড়া পিএসজির কুরজাওয়া ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মার্শেইয়ের আমভাই নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচ। দলটির বেনেদিত্ত এবং পিএসজির প্যারাদেসরা নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply