‘মিড ডে মিল প্রকল্পে প্রশিক্ষণে যে ব্যয় ধরা হয়েছে, তা বিশাল কিছু নয়’

|

মিড ডে মিল প্রকল্পে প্রশিক্ষণের জন্য যে ব্যয় ধরা হয়েছে- সেটি বিশাল কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এ প্রকল্প নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে-এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, মিড ডে মিল নিয়ে আমাদের বিশাল কর্মযজ্ঞ। এক্ষেত্রে অভিজ্ঞতা নিতে বিদেশে যেতেই পারে। দীর্ঘদিন ধরে যারা মিড ডে মিল নিয়ে কাজ করছেন তারা দেশের বাইরে এর ব্যবস্থাপনা শিখতে যাবেন। এটি খিচুরী রান্না শিখতে যাওয়া নয়। এ নিয়ে যারা রিপোর্ট করেছে তারা বিএনপি-জামাতের অনুসারী বলে মন্তব্য করেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply