বরগুনার রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর

|

বরগুনা প্রতিনিধি:

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায় আগামী ৩০ সেপ্টেম্বর দেয়া হবে। বুধবার আদালত এই তারিখ ঘোষণা করেন।

এরআগে মিন্নি ব্যতিত এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে নয় আসামির পক্ষে বিপক্ষে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। গত ৬ সেপ্টেম্বর মিন্নির পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়। আজ বুধবার মিন্নির পক্ষে উপস্থাপিত যুক্তি খণ্ডন করা হয়। এরপর আদালত এ মামলার রায়ের তারিখ ৩০ সেপ্টেম্বর ঘোষণা করে।

এদিকে মামলার ধার্য তারিখ থাকায় সকাল নয়টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সাথে আদালতে উপস্থিত হয় আয়েশা সিদ্দিকা মিন্নি। কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকেও।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply