সারা দেশে ৩০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি শুরু টিসিবির

|

ঢাকাসহ সারা দেশে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে বাজার মূল্যের অর্ধেক দামে অর্থাৎ ৩০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। আগামী ১ অক্টোবর পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন, এই কার্যক্রম চালাবে সরকারি এই বাণিজ্যিক সংস্থা। এর থেকে ভোক্তারা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এর পাশাপাশি ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫০ টাকা কেজিতে মসুর ডাল ও চিনি বিক্রি করছে টিসিবি। ভোক্তারা ভ্রাম্যমাণ ট্রাক থেকে সর্বোচ্চ ২ কেজি চিনি ও মসুর ডাল কিনতে পারছেন। তবে সয়াবিন তেল কিনতে পারবেন ২ থেকে ৫ লিটার পর্যন্ত।

টিসিবির কর্মকর্তারা বলছেন, ভর্তুকি মূল্যে পেঁয়াজ সাধারণ মানুষের জন্য বিক্রি করছে। দাম না কমা পর্যন্ত বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রাখবে সরকার। টিসিবির কাছে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে টিসিবি টেন্ডারের মাধ্যমে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখবে।

ট্রাক সেল কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply