বেক্সিমকো সিনথেটিকস: বন্ধের পর এবার পুঁজিবাজার থেকে প্রত্যাহারের আবেদন

|

আমদানিতে দফায় দফায় শুল্ক কমানোয় পলিয়েস্টার সুতা উৎপাদনকারী বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড বন্ধ হয়ে গেছে। শ্রমিক ছাঁটাই, কারখানা ও প্লান্ট বন্ধ করার পর এবার পুঁজিবাজার থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছে কোম্পানিটি। ধারাবাহিক লোকসান থেকে বের হতে না পেরে স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে আবেদনও করেছে।

১৯৯০ সালে ব্যবসা শুরু করে বেক্সিমকো গ্রুপের এই প্রতিষ্ঠানটি। ১৯৯৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ১৯৯৫ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত আট বছর নিয়মিত লভ্যাংশ ঘোষণা করেছে। এরপর থেকে ব্যবসা পরিস্থিতি খারাপ হওয়ায়, লভ্যাংশ ঘোষণা করতে পারেনি।

আমদানি করা পলিয়েস্টার সুতার উপর শুল্ক দফায় দফায় কমানো হয়। এতে আমদানি করা সুতায় খরচ কম পড়ে আর এই ধরনের সুতা দেশে উৎপাদন করা টেকসই হচ্ছিল না। কোম্পানির শেয়ারের দাম ফেসভ্যালুর নিচেই অবস্থান করছে। প্রায় ৫৯ কোটি টাকায় শেয়ারবাজার থেকে কোম্পানিটির সব শেয়ার কিনে নিতে সম্মত হয়েছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply