হাতের ট্যাটুতে ‘৭৮৬’, ভারতে মুসলিম যুবকের হাত কেটে নেয়ার অভিযোগ

|

হাতের ট্যাটুতে লেখা ৭৮৬। এই সংখ্যাটি ‘বিসমিল্লা’ শব্দেরই প্রতিরূপ ধরা হয়। এটা দেখে এক মুসলিম যুবকের হাত কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথে। এ ঘটনা ঘটে গত ২৪ আগস্ট। ৭ সেপ্টেম্বর মামলা হলে এ ঘটনা জানাজানি হয়। খবর- নিউজ ১৮, ইন্ডিয়া.কম।

জানা যায়, ২৮ বছর বয়স ইখলাখ সালমানি। পেশায় একজন নাপিত। লকডাউনে কাজ নেই তাই সাহারানপুর থেকে পানিপথে রওনা হন। ৩৩ কিলোমিটার চলার পর রাতে কৃষ্ণপুরে আশ্রয় নেন এক পার্কে। রাতের অন্ধকারে তার নাম পরিচয় জানতে চায় দুই যুবক। ইখলাখ অভিযোগ করে, নাম বলতেই তাকে মারতে থাকে। এরপর মারের কারণে দীর্ঘক্ষণ জ্ঞান হারানোর পর চেতন ফিরে পানি চান। এসময় ইখলাখের হাতে ট্যাটুতে লেখা ৭৮৬ দেখে হাত কেটে নেয় ওই যুবকেরা। এরপর ইখলাখকে ফেলে আসা হয় কিষাণপুর রেল স্টেশনের ধারে। পরদিন জ্ঞান ফিরলে ইখলাখ পথচারীদের সাহায্যে বাড়িতে খবর দেন।

তবে পানিপথ পুলিশ জানায়, ইখলাখের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সাত বছরের শিশু যৌন হয়রানির সময় ধরা পরে। পালিয়ে যাবার সময়ে তিনি আহত হয়।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply