নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ইউএস ওপেন

|

নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ইউএস ওপেন। পাবলো ক্যারেনো বুস্তাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। আরেক সেমিতে ড্যানিয়েল মেদভেদেভকে হারিয়ে ফাইনালে উঠেছে ডোমিনিক থিয়েম।

দ্বিতীয় সেমিফাইনালের প্রথম সেটে ড্যানিয়েল মেদভেদেভকে সহজেই হারান ডমিনিক থিয়েম। ৬-২ গেইমের সেই সেটে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি মেদভেদেভ। তবে পরের সেটে থিয়েমকে কঠিন পরীক্ষায় ফেলেন ৪র্থ বাছাই মেদভেদেভ। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-৬ গেইমে জয় পায় অস্ট্রিয়ান তারকা। তৃতীয় সেটেও গড়ায় টাইব্রেক। যেখানে শেষ পর্যন্ত জয়ী হন ডমিনিক থিয়েম। ১৪ সেপ্টেম্বরের ফাইনালে আলেক্সান্ডারের মুখোমুখি হবেন থিয়েম।

পুরুষ এককের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আলেক্সান্ডার জভেরেভকে কঠিন পরীক্ষায় ফেলে প্রথম সেট ৩-৬ গেইমে জিতে নেন পাবলো বুস্তা। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ২-৬ গেইমে জয় তুলে নেন ২৯ বছর বয়সি বুস্তা। তবে তৃতীয় সেটে ফিরে আসেন ৪র্থ বাছাই আলেক্সান্ডার জভেরেভ। ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেইমে শেষ ৩ সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন জভেরেভ। পুরো টুর্নামেন্টে চমক দেখিয়ে প্রথমবারের মতো কোন গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন ২৩ বছর বয়সি আলেক্সান্ডার জভেরেভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply