ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি বাহরাইনও

|

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি বাহরাইনও

আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে আরেক আরব দেশ বাহরাইন। এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সম্পর্ককে ঐতিহাসিক শান্তি চুক্তি হিসেবে অবহিত করেছেন ট্রাম্প। বলেন, এক মাসের ব্যবধানে দুই আরব দেশের সাথে ইসরায়েলের শান্তি প্রক্রিয়ার অগ্রগতি অবিশ্বাস্য ছিলো।

শুক্রবার যৌথ বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং বাহরাইনের রাজার সাথে ট্রাম্পের আলোচনা শেষে এ ঘোষণা আসে।

মুসলিম দেশ ফিলিস্তিনির সাথে সম্পর্কের টানাপোড়েনের কারণে গেলো কয়েক দশক ধরে ইসরায়েলকে বয়কট করেছিলো আরব দেশগুলো। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় জোড়ালো হচ্ছে সেই সম্পর্ক। যদিও এর আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন নিয়ে নানা সমালোচনা শুনতে হয়েছে আরব আমিরাতকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply