দিল্লিতে ৮৬ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

|

৮৬ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় হতবাক ভারত। রাজধানী দিল্লিতে সোমবার সন্ধ্যার এ ঘটনায় ত্রিশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, নিয়মিত গরুর দুধ দিতে আসা গোয়ালার জন্য ঘরের বাইরে অপেক্ষা করছিলেন ওই বৃদ্ধা। কিন্তু প্রতিদিন যে লোক আসতেন, তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দুধ নেয়ার জন্য ওই নারীকে নিকটস্থ এক খামারে যেতে বলে অপর এক ব্যক্তি। এরপর সেই খামারেই তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
সেসময় বাঁচার জন্য নিজেকে দাদীর বয়সী বলেও ছাড় পাননি বৃদ্ধা নারী। আত্মরক্ষার চেষ্টা করায় বেধড়ক পেটানোও হয় তাকে।

নারীর ওপর সহিংসতায় বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ভারত। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ২০১৭ সালে দিনে গড়ে ৯২টি ধর্ষণ মামলা এজাহারভুক্ত হয়। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের পর বিশ্বব্যাপী আলোচনায় আসে ভারতে নারীদের নিরাপত্তা ইস্যু।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply