শুভ জন্মদিন অক্ষয় কুমার

|

ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের জন্মদিন আজ। ১৯৬৭ সালের এই দিনে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন তিনি।

তায়কোয়ান্দোতে ব্লাক বেল্ট পাওয়ার পর তিনি আরও মার্শাল আর্ট শিখার জন্য ব্যাংকক এ যান। পরে থাইল্যান্ডে প্রধান ওয়েটারের কাজ করেন, কিছুদিন বাংলাদেশেও কাজ করেছিলেন অক্ষয়। এরপর আবার মুম্বাই এ ফিরে আসেন, সেখানে মার্শাল আর্ট শেখানো শুরু করেন। তার এক ছাত্র, ফটোগ্রাফার, অক্ষয়কে মডেলিং করার জন্য পরামর্শ দেয়, যা তার চলচ্চিত্রে অভিষেকের প্রথম সোপানটি তৈরি করে দেয়।

এরপর ১৯৯১ সালে রাখী গুলজার ও শান্তিপ্রিয়ার বিপরীতে সৌগন্ধ ছবিতে কাজ করেন। একই বছর তিনি কিশোর ব্যস পরিচালিত ড্যান্সার চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি আব্বাস-মুস্তান পরিচালিত রোমহর্ষক খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন, যা তার প্রথম সাফল্য এনে দেয়।

অক্ষয় কুমারে প্রকৃত নাম রাজিব হরি ওম ভাটিয়া। ২৯ বছরের অধিক অভিনয় জীবনে তিনি এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কয়েকটি পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে রুস্তম (২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং অজনবী (২০০১) ও গরম মসলা (২০০৫) চলচ্চিত্রের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার।

নব্বইয়ের দশকে তিনি মূলত মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। পরবর্তী কালে তিনি নাট্যধর্মী, প্রণয়ধর্মী ও হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

তার স্ত্রী অভিনেত্রী টুইঙ্কল খান্না।

ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে উইন্ডসর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। ২০১১ সালে চলচ্চিত্র শিল্পে তার অনন্য অবদানের জন্য তিনি এশিয়ান অ্যাওয়ার্ডস থেকে সম্মাননা লাভ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply