তুরস্ক-সাইপ্রাস বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চায় রাশিয়া

|

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সাইপ্রাসের সঙ্গে তুরস্কের বিরোধ নিরসনে মধ্যস্থতা করতে চায় রাশিয়া। মঙ্গলবার সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেসের সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ প্রস্তাব দিয়েছেন। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, তুরস্ক ও সাইপ্রাসের মধ্যকার যেকোনো আলোচনায় মধ্যস্থতা করতে মস্কো প্রস্তুত। সাইপ্রাসের রাজধানী নিকোশিয়াতে অনুষ্ঠিত এ বৈঠকে সের্গেই ল্যাভরভ দেশটির প্রেসিডেন্টকে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে আমরা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি।

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে বহুদিনের বিবাদ রয়েছে। সম্প্রতি তুরস্ক সাইপ্রাসের নিকটবর্তী নিজেদের অংশে তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আর এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে গ্রিস। গ্রিসকে সমর্থন দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

তাতে করে গ্রিস ও তুরস্ক উভয় দেশই ভূমধ্যসাগরে তাদের যুদ্ধজাহাজ ও আকাশপথে বিমানের মহড়া বাড়িয়েছে। এ নিয়ে দুটি দেশের মধ্যে বেশ উত্তেজনাও বিরাজ করছে কিছুদিন ধরে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply