আবারো উয়েফা বর্ষসেরা ফুটবলার রোনালদো

|

টানা দ্বিতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও গিয়ানলুইজি বুফনকে হারিয়ে সর্বাধিক তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন তিনি। এর আগে দু’বার করে এ পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। একবার করে পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েন রোনালদো।

এদিকে মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ড্র। গ্রুপ অব ডেথে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড ও টটেনহ্যাম। আরেক ফেবারিট বার্সার গ্রুপ প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন য়্যুভেন্টাস। বায়ার্ন মিউনিখ পড়েছে প্যারিস সেইন্ট জার্মেইর গ্রুপে। ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি গ্রুপ সি’তে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ১২ই সেপ্টেম্বর এই ৩২ দল নিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply