ইউএনও’র ওপর হামলায় দলের কেউ যুক্ত থাকলে ছাড় পাবে না: মুক্তিযুদ্ধ মন্ত্রী

|

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় দলের কেউ জড়িত থাকলে তারাও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃংঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি জানান, দিনাজপুরের ইউএনও’র ওপর হামলা চুরির কারণে কি না তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সে কারণে আরও গভীর তদন্তের জন্য গোয়েন্দাদের নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, সকল উপজেলা কমপ্লেক্সের নিরাপত্তা জোরদার করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দলের কেউ ইউএনওর ওপর হামলায় জড়িত থাকলে তারাও ছাড় পাবে না। সকল গোয়েন্দা সংস্থার কাজের সমন্বয়ের জন্য কমিটি গঠন করে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ অনলাইন বন্ধ করা হবে। যারা দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে। সাইবার অপরাধ দমনে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে।

সভায় তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার বিষয়ে তদন্ত রিপোর্ট অনুসারে কঠোর শাস্তি দেয়া হবে সবাইকে। কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারী দেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply